কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় ছানার মাঝি নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
ছানার মাঝি কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়ীয়া পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ জুন খোকসার আমবাড়ীয়া এলাকায় দশ বছরের এক কন্যাশিশু বাড়ির পাশে ছাগল আনতে গেলে প্রতিবেশি ছানার মাঝি তাকে জোর করে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরদিন শিশুটির বাবা হাবিবুর রহমান খোকসা থানায় মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ওই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, ২০১৯ সালের ২১ জুন খোকসা থানায় দায়ের করা মামলাটির দীর্ঘ শুনানী শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছানার মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দেন আদালত।