‘‌ওয়াসিম আকরামকে খুন করতাম :‌ বিস্ফোরক শোয়েব আখতার

April 22 2020, 05:27

সাবেক পাকিস্তানি ক্রিকেটার স্বীকারোক্তিতে এখন তোলপাড় ক্রিকেট বিশ্ব। তিনি আর কেউ নন, শোয়েব আখতার। একটি টেলিভিশন শোয়ে সাবেক পাকিস্তানি পেস বোলার দাবি করেছেন, ‘‌আমি ১৯৯০ সালের কয়েকটি ম্যাচ দেখছিলাম, সেখানে দেখলাম, কী দারুণ পারফর্ম করলেন ওয়াসিম আকরাম। প্রায় হারা ম্যাচ জিতিয়ে আনলেন তিনি। আমি ওনার অসাধারণ বোলিং দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি আজ এই সাক্ষাৎকারে স্পষ্ট বলতে চাই, যদি ওয়াসিম আকরাম আমাকে বলতেন ম্যাচ ফিক্সিং করতে, তাহলে আমি ওনাকে হয় ধ্বংস করে দিতাম, নয়ত একেবারে খুন করে দিতাম। কিন্তু আমি জানি, উনি আমাকে কোনো দিনই এসব করতে বলতেন না।’‌

জীবনে অনেকগুলো বছর শোয়েব খেলেছেন পাকিস্তানের হয়ে। তিনি জানিয়েছেন, ‘‌আমি সাত–আট বছর টানা পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলেছি। অনেকবার দেখেছি, বিরুদ্ধে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের উইকেট নিয়ে আকরাম আমাকে সাহায্য করেছেন। নিচের দিকের উইকেট আমাকে নিতে হয়েছে শুধু।’‌

পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব প্রায় ৪০০–বেশি উইকেট নিয়েছেন ক্রিকেট জীবনে।
সূত্র : নিউজ ১৮