৯৯৯ এ কল দিয়ে ধর্ষণ থেকে রক্ষা পেলেন তরুণী

January 27 2020, 11:10

চট্টগ্রামের পতেঙ্গার কাঠগড় এলাকায় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে ধর্ষণ থেকে রক্ষা পেয়েছেন এক তরুণী। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইয়াসমিন আক্তার, রনি দত্ত (২৩), মোঃ জোবায়ের (২৮) এবং নেয়ামতকে (৩৮) আটক করেছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ২টা ৫৬ মিনিটে ভীত, সন্ত্রস্ত ও উদ্বিগ্ন একজন তরুণী ৯৯৯ এ ফোন করে জরুরি পুলিশি সহায়তা চান।

কলার জানায়, কাঠগড়ের একটি বাড়িতে চাকরি দেয়ার কথা বলে তাকে আটকে রাখা হয়েছে। তাকে দিয়ে খারাপ কাজ করানো হতে পারে, তাই সে ওয়াশ রুমে যাওয়ার কথা বলে লুকিয়ে সেখান থেকে ৯৯৯ এ ফোন করেছে তাকে উদ্ধার করার জন্য।

৯৯৯ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় এবং পতেঙ্গা থানার ডিউটি অফিসারের সাথে কথা বলিয়ে দেন। সংবাদ পেয়ে পতেঙ্গা থানার এসআই সুমন ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান।

এ বিষয়ে এসআই সুমন জানান, কাঠগড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৭ বছর বয়সী ওই তরুণীকে উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, তরুণী চাকরির সন্ধানে চট্টগ্রাম এসেছিলেন। পরে আটক ইয়াসমিন আক্তারের সাথে তার পরিচয় হয়। তাকে চাকরি দেয়ার কথা বলে কাঠগড়ে তার বাসায় নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীকে আটকে রাখা হয়েছিল পতিতাবৃত্তি করানোর জন্য। আটকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি