৭ জেলা জজ বদলি

December 09 2020, 11:23

জেলা ও দায়রা জজের সমমর্যাদার সাত বিচারককে বদলি করেছে সরকার।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের এই বিচারকদের বদলি করে আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন কমিশনের সচিব (জেলা জজ) মীর রুহুল আমিনকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহাম্মদ শাহীন উদ্দিনকে খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মো. হাসানুল ইসলামকে বরগুনার জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়া হয়েছে।

বরগুনা জেলা জজ মো. আছাদুজ্জামানকে পাবনা, খাগড়াছড়ির জেলা জজ মো. আলমগীর হাসানকে চুয়াডাঙ্গায়, চুয়াডাঙ্গার জেলা জজ মোহা. রবিউল ইসলামকে প্রেষণে আইন কমিশনের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

নোয়াখালী বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ) মো. শফিকুল ইসলামকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।