৭১০ কেজি সরকারি চাল জব্দ, আওয়ামী লীগ নেতা গ্রেফতার

April 21 2020, 10:51

জামালপুরের বকশীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৭১০ কেজি চাল জব্দ করেছে র‌্যাব-১৪। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় দায়ের করা মামলার আসামী আওয়ামী লীগ নেতা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মুন্নাফকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জেলার বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া আব্দুল মুন্নাফকে জামালপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওই মামলার অপর আসামী বকশীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম পলাতক রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প-এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র‌্যাব-এর একটি দল জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় অভিযান চালায়। এসময় আনিছুর রহমান খরমের চৌচালা টিনের ঘর থেকে অবৈধভাবে মজুদ বা কালোবাজারীকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তায় মোট ৭১০ কেজি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মুন্নাফ(৫৫) ও আবুল কালাম(৫২)-কে আসামী করে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ঘ ধারায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে র‌্যাব।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, র‌্যাবের দায়ের করা মামলার আসামী আব্দুল মুন্নাফকে গ্রেফতার করে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। ওই মামলার অপর আসামী আবুল কালামকে গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।