২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ বাণিজ্য বিতাণ ও শপিংমল April 10 2020, 11:46 19602 ঢাকা মহানগীরর সকল বাণিজ্য বিতান ও শপিংমল আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে। ঢাকা মহানগর দোকান মালিক সমিতির এক বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এই ঘোষণা দেয়া হয়।