২০৩০ পর্যন্ত যুক্তরাজ্যের কাছে জিএসপি চাইলো বাংলাদেশ

August 29 2020, 08:26

আগামী ২০৩০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের কাছে ব্রেক্সিট পরবর্তী জিএসপি (শুল্কমুক্ত বাজার) সুবিধা দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

দেশটির অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম ব্রিটিশ সংসদ সদস্যদের (এমপি) কাছে ওই সুবিধা দেওয়ার অনুরোধ করেন।

হাইকমিশনার সাইদা মুনা তাসনীম করোনা পরবর্তীকালে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সুবিধা বাড়ানোর আহ্বান জানান।

বৈঠকে ব্রিটিশ এমপিদের মধ্যে লর্ড জ্যাক উইলসন, ব্যারোনেস নাতালে লুইস, লর্ড অ্যান্ড্র স্টানেল ও ব্যারোনেস রোসেল বয়কট অংশ নেন।

শনিবার (২৯ আগস্ট) যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।