১ আর ৯-এর পার্থক্য স্পষ্ট : ডোমিঙ্গো
তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। সোমবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে খেলতে নামবে তারা। প্রথম ম্যাচে জিততে পাকিস্তানকে খেলতে হয়েছিল ১৯.৩ ওভার। হারিয়েছিল ৫টি উইকেট। আর শনিবার দ্বিতীয় ম্যাচে খেলেছে ১৬.৪ ওভার এবং খরচ মাত্র ১ উইকেট।
রীতিমতো হেসেখেলেই জিতেছে বাবর আজমের দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো জানালেন, ‘প্রথম ম্যাচে আমরা ১৫ রানের মতো কম করেছিলাম। আজ খুব সম্ভবত ২৫ রানের মতো কম করেছি। পাকিস্তান র্যাংকিংয়ের ১ নম্বর দল, আমরা র্যাংকিংয়ের ৯ নম্বর দল। পার্থক্য স্পষ্ট। এই পার্থক্য কমাতে অনেক কাজ করতে হবে।’
অথচ সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছিলেন, র্যাংকিং ও পরিসংখ্যান নিয়ে ভাবছে না বাংলাদেশ। বরং মাঠে ভালো খেলার প্রস্তুতিতেই বেশি মনোযোগী দল। ফলাফল হয়েছে উল্টো।
এদিকে টস জিতে ব্যাটিং নেয়া প্রসঙ্গে ডোমিঙ্গো বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি পাকিস্তান ডিফেন্ড করাতে কতটা ভালো। ওদের ডেথ বোলিংটাও বেশ ভালো। আমাদের তাই প্ল্যান ছিল আগে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলে সেটা ডিফেন্ড করা। দুর্ভাগ্যজনকভাবে তেমনটা হয়নি।’