১১০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধ শিথিল
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ১১০টি দেশের ওপর ভ্রমণ বিধিনিষেধ শিথিল করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির রোগনিয়ন্ত্রণ ও সুরক্ষাকেন্দ্র (সিডিসি) জানিয়েছে, করোনাভাইরাসের টিকা প্রদান চলমান থাকায় যুক্তরাষ্ট্রের গণস্বাস্থ্য সংস্থা গত সোমবার তাদের ভ্রমণ বিধিনিষেধের তালিকা হালনাগাদ করেছে।
প্রথমে ৬১টি দেশের তালিকা প্রকাশ করা হলেও মঙ্গলবার এটি আরও বাড়ানো হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
সিডিসি জানিয়েছে, যেসব দেশের কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, শনাক্তের হার কমেছে, সেসব দেশের মানুষ এখন যুক্তরাষ্ট্রে আসতে পারবেন। আগামী সপ্তাহে নতুন করে আরও কিছু দেশের ভ্রমণ বিধিনিষেধ শিথিল করা হতে পারে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গত সোমবারের বিধিনিষেধ শিথিল হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে ইকুয়েডর, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, কানাডা, মেক্সিকো, রাশিয়া, সুইজারল্যান্ড, জর্ডান, ডেনমার্ক, তুরস্ক, ইউক্রেন, হন্ডুরাস, হাঙ্গেরি, জাপানের মতো দেশগুলো।
বিধিনিষেধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সব দেশকে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে। লেভেল–৪–এ তালিকাভুক্ত দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ।
লেভেল–৩ ভুক্ত দেশগুলো কোনো টিকাদান কর্মসূচি সম্পূর্ণ করতে পারলে যুক্তরাষ্ট্রে আসতে পারবে। লেভেল–৩ ভুক্ত দেশগুলোর তালিকায় রয়েছে ফ্রান্স, স্পেন, ইতালির মতো দেশ।