১০ ডিসেম্বর ঢাকায় শোভাযাত্রা করবে বিএনপি

December 02 2019, 12:41

দেশে বিগত ১১ বছর ধরে দেশে হরিলুট চলছে বলে দাবি করেছে বিএনপি। সম্প্রতি দুর্নীতি বিরোধী অভিযানে রাঘব বোয়ালদের না ধরে কেবল চুনোপুঁটিদের ধরেছে বলে দলটির অভিযোগ। এছাড়া আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় ও বিভাগীয় শহরে শোভাযাত্রা করবে বিএনপি। ঢাকার কর্মসূচির বিস্তারিত পরে জানানো হবে।

এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা সেলিম রেজা হাবিব, হেলেন জেরিন খান, আমিনুল ইসলাম প্রমুখ।