হোয়াইট হাউজে মাস্ক বাধ্যতামূলক, পরবেন না ট্রাম্প

May 12 2020, 07:06

হোয়াইট হাউজে যারা কাজ করছেন, তাদের সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এই দফতরের তিনজন শীর্ষ কর্মকর্তা এখন কোয়ারেন্টাইনে আছেন। সহকর্মীদের মধ্যে একটা দূরত্ব বজায় রাখাও বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু ট্রাম্প বলছেন তিনি মাস্ক পরবেন না।

বিবিসি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার প্রেস ব্রিফিংয়ের জন্য রোজ গার্ডেনে আসেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তিনি মাস্ক পরেননি। এর কারণ হিসেবে বলছেন, তিনি অন্যদের থেকে দূরে থাকেন। তাই তার মাস্ক পরার প্রয়োজন নেই।

পাশাপাশি তিনি বলেন, হোয়াইট হাউজ সংক্রমণ এড়াতে ভালো কাজ করছে।