‘হোম কোয়ারেন্টাইন’ না মানায় মাদারীপুরে দুই প্রবাসীর জরিমানা
মাদারীপুরের কালকিনি উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের আশঙ্কায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় দুই প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ২টার দিকে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিনুল ইসলাম এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কোয়ারেন্টাইন বিধি না মেনে স্পেন ও ইতালী দুই প্রবাসী এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। বিষয়টি স্বাস্থ্য বিভাগের কর্মিরা উপজেলার নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি অভিযান চালিয়ে ইতালি ও স্পেন ফেরত দুই ব্যক্তিকে আটক করে। পরে স্পেন ফেরত যুবককে ২০ হাজার টাকা ও জরিমানা অনাদায়ে দুইমাসের বিনাশ্রমে কারাদ- এবং এক ইতালি ফেরত যুবককে পাঁচহাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদ- দেয় ভ্রাম্যমান আদালত।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম বলেন, ‘হোম কোয়ারেন্টাইনে’ নিয়মকানুন যারা না মেনে চলবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। সূত্র: বাসস