হাতিয়ায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

May 27 2020, 05:59

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে ডোবা থেকে মো. ফরিদ (৩৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিল্টন রোডের মাইনুদ্দিন মাঝি বাড়ির সামনের একটি ডোবা থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ী ফরিদ সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. হুমায়ুনের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা ডোবার মধ্যে নিহতের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তবে কে বা কারা কেনো ব্যবসায়ী ফরিদকে হত্যা করেছে তা এখনো উদঘাটন করা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে এ বিষয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।