হত্যার পর স্বজনদের ফোন করে জানালো খুনি

June 18 2020, 15:49

ঢাকার আশুলিয়া থানাধীন জামগড়ার বেরন এলাকায় রত্না আক্তার (২১) নামের এক পোশাক শ্রমিককে হত্যার পর তার স্বজনদের ফোন করে জানিয়েছে খুনি নিজেই। ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত‌্যাকারী পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার জামগড়ার বেরন এলাকার একটি বাড়ির কক্ষ থেকে রত্না আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

রত্না আক্তার গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার হলুদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আশুলিয়া থানার এসআই আল মামুন কবির জানান, হত্যাকারী রত্নার কথিত ভাই। সে রত্নার আপন ভাইকে ফোন করে রত্নাকে হত্যার কথার জানায়। পরে নিহতের স্বজনরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (১৬ জুন) রাতে রত্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসআই আল মামুন কবির।