স্বল্প পরিসরে আদালত চালুর সিদ্ধান্ত ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত

করোনাভাইরাসের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেম্বার কোর্ট ও হাইকোর্ট বিভাগে একটি কোর্ট চালুর ঘোষণা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এছাড়া সপ্তাহে দু’দিন জজ কোর্ট খোলার বিজ্ঞপ্তির কার্যকারিতাও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
অপরদিকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে রোববার ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (২৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ২৬ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে ফুলেকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার এক বিবৃতিতে বিবৃতিতে বর্তমান করোনা পরিস্থিতিতে সীমিত আকারে আদালত খোলা রাখা ঝুঁকিপূর্ণ বিধায় এখনই আদালত খোলা না রাখার অনুরোধ জানিয়েছেন প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আইনজীবী তৈমূর আলম খন্দকারসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী।
অপরদিকে আইনজীবীদের জীবন রক্ষায় স্বল্প পরিসরে আদালত খোলার সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেয় সাধারণ আইনজীবাদের অধিকার সংরক্ষণ পরিষদ। সংগঠনটির সমন্বয়কারী এস এম জুলফিকার আলী জুনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা সংগঠনটির ব্যানারে প্রধান বিচারপতিকে ২৬ এপ্রিল রোববার সকাল ১১টায় স্মারকলিপি প্রদান করা হবে। এরপর আজ বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসন সীমিত আকারে আদালত খোলার সিদ্ধান্ত স্থগিত করে।