স্বচ্ছ রাজনীতিই রাজনীতিবিদকে বাঁচিয়ে রাখে: তোফায়েল আহমেদ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যতদিন বেঁচে থাকব, ততদিন স্বচ্ছ রাজনীতি করে যাব। স্বচ্ছ রাজনীতিই একজন রাজনীতিবিদকে বাঁচিয়ে রাখে। বঙ্গবন্ধুর মতো মহান নেতার হাত ধরে রাজনীতি শিখেছেন। কখনো নীতিভ্রষ্ট হননি। মানুষের ভালোবাসায় ও দোয়ায় মৃত্যুর আগ পর্যন্ত সেই নীতি ধরে রাখতে চান।
মঙ্গলবার দুপুরে ভোলার কোরালিয়া গ্রামের বাড়িতে পিতা আজাহার আলীর মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় তোফায়েল আহমেদ তার পারিবারিক জীবনের স্মৃতিচারণ করে উপস্থিত সবার কাছে তার জন্য দোয়া চান। ১৯৭০ সালের এই দিনে তার পিতা মারা যান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক সামসুদ্দিন সামসু, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ।
এদিকে টানা সাত দিন নির্বাচনি এলাকায় অবস্থান, গণসংযোগ পথসভা শেষে মঙ্গলবার বিকালে ঢাকায় ফিরে যান প্রবীণ এই রাজনীতিবিদ।