স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

December 28 2019, 11:11

ফরিদপুরের সালথায় এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ শুক্রবার রাতে ওই নারীর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা পুরুরা গ্রামে। নিহতের নাম শিল্পী বেগম (২২)। তিনি ওই গ্রামের শাহজাহান মোল্যার মেয়ে।

নিহত শিল্পী ফরিদপুরের করিম জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। ৫ বছর আগে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গাড়লগাতি গ্রামের রানা শেখের সাথে তার বিয়ে হয়। লামিয়া নামে তাদের তিন বছরের একটি মেয়ে রয়েছে।

সালথা থানার ওসি মো: আলী জিন্নাহ জানান, শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির পাশে মাঠের মধ্যে থেকে শিল্পীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তুহিন শেখ নামে একজনকে আটক করা হয়েছে।

ওসি আরো জানান, শিল্পীকে গলাকেটে হত্যা করে তার স্বামী রানা শেখ পালিয়ে গেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। রানার সহযোগী তুহিন পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় স্বামী রানা শেখ ও তুহিন শেখকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পিতা শাহজাহান মোল্যা।