স্কুল-কলেজ খুলছে পা‌কিস্তা‌নে

July 10 2020, 06:50

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলবে। বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির শিক্ষা মন্ত্রী এমন ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরা ও আনাদোলু এজেন্সির।

অবশ্য স্কুল-কলেজ খুললেও প্রথম সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। পরিস্থিতি অনুযায়ী তারা পরবর্তী সিদ্ধান্ত নিবে। বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিগুলোর ধারন ক্ষমতার মাত্র ৩০ শতাংশের বেশি চালু করা যাবে না।

করোনাভাইরাসের কারণে গেল ১৩ মার্চ পাকিস্তানের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পাকিস্তানে ফেব্রুয়ারির শেষ দিকে করোনাভাইরাসের প্রথম রোগী সনাক্ত হয়। জুনে আক্রান্তের সংখ্যা বাড়ার পর আবার সংক্রমণ কমতে শুরু করেছে সেখানে। গেল ২৪ ঘণ্টায় সেখানে ৩ হাজার ৩৫৯ জন আক্রান্ত হয়েছে। সংক্রমণের শীর্ষ সময়ে দৈনিক ৬ হাজার ৮৯৫ জন করে আক্রান্ত হয়েছিল।

এ পর্যন্ত পাকিস্তানে ২ লাখ ৪০ হাজার ৮৪৭ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ৯৮৩ জন। সেরে উঠেছে ১ লাখ ৪৫ হাজার ৩১১ জন।