স্কাউটস ট্রেনিংয়ের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন ড. মনিরুজ্জামান

January 11 2021, 07:47

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার বাংলাদেশ স্কাউটস ট্রেনিংয়ের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে ফোর বিড্স (লিডার ট্রেইনার) অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এর মাধ্যমে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তিনিই প্রথম এ স্বীকৃতি অর্জন করেন।

এর আগে ফোর বিড্স অ্যাওয়ার্ডের পূর্বশর্ত হিসেবে ফিলিপাইনে এপিআর সিএলটি কোর্সে তিনি অংশগ্রহণ করেন।

লিডার ট্রেইনার অ্যাওয়ার্ড অর্জন উপলক্ষে রোববার (১০ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ড. মনিরুজ্জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ড. মনিরুজ্জামান বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রথম এ খেতাব পাওয়ায় আমি আনন্দিত। এর আগে থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কার্যক্রমের দিক দিয়ে সবার উপরে অবস্থান করেছে। রোভার স্কাউটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এ জায়গা ধরে রাখতে আমি সচেষ্ট থাকবো।’