সোলাইমানের জানাজায় পদদলিত হয়ে নিহত ৩৫

January 07 2020, 16:10

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানির জানাযা নামাজের সময় পদদলিত হয়ে ৩৫ জন নিহত হয়েছে। এছাড়া আরো ৪৮ জন আহত হয়েছে। মঙ্গলবার সোলাইমানির হোমটাউন কারমানে জানাযার সময় তারা পদদলিত হয় বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়।

প্রাথমিক ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে প্রাণহীন দেহগুলো রাখা হয়েছে। আর অনেক লোক চিৎকার করছে, সহায়তা করার চেষ্টা করছে।

গত শুক্রবার মার্কিন হামলায় ওই জেনারেল ও তার কয়েকজন সাথী নিহত হন।
সূত্র : ডেইলি মেইল