সেন্টমার্টিনে মিয়ানমারের ট্রলার, আটক ১৬
সেন্টমার্টিনের কোস্টগার্ড সদস্যরা শুক্রবার বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারের ১৬ নাগরিকসহ দুটি ফিশিংবোট আটক করেছে।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার বিএ-২৮২৮ লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ তাইম জানান, বেলা সাড়ে ৩টার দিকে কোস্টগার্ডের নিয়মিত টইলে দুটি ফিশিংবোট ও ১৬ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। আটককৃতরা সবাই মিয়ানমারের আকিয়াব জেলার বাসিন্দা।
সেন্টমার্টিন থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের সাগর সীমানা অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশের সীমানায় মাছ শিকার করছিল তারা। আটককৃত জেলেদের এবং ফিশিংবোট দুটি টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। ইউএনবি।