সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিয়াবাড়ি ও টঙ্গিতে কোয়ারেন্টিন করা হবে

March 21 2020, 10:18

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,করোনাভাইরাস মোকাবেলায় নেয়া পদক্ষেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, ইউরোপের অনেক দেশ থেকেও আমাদের অবস্থা এখনো ভালো। তবে আরো ভালো করতে হবে।

তিনি আরো বলেন, মিরপুরের দিয়াবাড়ি ও টঙ্গিতে কোয়ারেন্টিন করা হবে। এর তত্ত্বাবধানের দায়িত্ব দেয়া হয়েছে সেনাবাহিনীকে।
তিনি আরো বলেন, গত এক মাসের মধ্যে বিদেশ থেকে যারা এসেছেন, তাদের সবাইকে খুঁজে বের করে কোয়ারেন্টিন করা হবে। এছাড়া তারা যাদের সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে খোঁজা হচ্ছে।
শনিবার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।