সিলেট ছাড়লেন আরো ১০১ ব্রিটিশ নাগরিক

April 26 2020, 10:40

করোনাভাইরাস পরিস্থিতিতে সিলেট ছেড়েছেন আরো ১০১ জন ব্রিটিশ নাগরিক। রোববার বেলা ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা সিলেট ছাড়েন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, যুক্তরাজ্যের ১০১ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে রবিবার তারা যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করবেন।

এর আগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৪৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন ও ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জনসহ সর্বমোট ৪২৪ জন যাত্রী যুক্তরাজ্যের উদ্দেশে সিলেট ছাড়েন। সূত্র : ইউএনবি