সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড, আটক ১০

March 24 2021, 06:23

সিলেটের দক্ষিণ সুরমার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ নারী ও ৭ পুরুষকে আটক করে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই বুরহান উদ্দিন, এএসআই সঞ্জয় কুমার দে, এএসআই হাবিবুর রহমান, নারী কনস্টেবল হেনা আক্তার, ও শিউলী আক্তার।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।