সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

December 29 2019, 08:52

সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়ায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার বরমচালে বগি লাইনচ্যুত হলে এ ঘটনা ঘটে।

বরমচাল রেলওয়ে স্টেশনমাস্টার রুমান আহমেদ জানান, ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে মালবাহী ট্রেন সার নিয়ে যাওয়ার পথে কুলাউড়ার বরমচালে লাইনচ্যুত হয়।

ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘উদ্ধার কাজ চলছে। আশা করছি খুব দ্রুত রেললাইন স্বাভাবিক হয়ে যাবে।’ ইউএনবি।