সাড়ে ৫ ঘণ্টা বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচল শুরু

December 21 2019, 07:46

ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিমানবন্দরের সহকারী তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান, দৃষ্টিসীমা বৃদ্ধি পাওয়ায় শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিমান ওঠা-নামা আবার শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা হ্রাস পাওয়ায় শনিবার ভোর রাত ৪টা থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়।

এ সময়ের মধ্যে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামায় বিঘ্ন ঘটে বলেও জানান ওই কর্মকর্তা।

সূত্র : ইউএনবি