সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনাকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

April 23 2020, 16:00

র‌্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে যারা গুজব পোস্ট করছেন এবং তাতে যারা লাইক দিচ্ছেন এবং শেয়ার করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়াা হবে জনসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় রংপুর র‌্যাব-১৩ কার্যালয় থেকে অনলাইন প্রেস কনফারেন্সে একথা জানান। এ সময় মহাপরিচালক বলেন করোনা মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। মাঠ পর্যায় থেকে সাংবাদিকদের মাধ্যমে তথ্য পেয়ে আমরা ভূমিকা রাখছি। এই পরিস্থিতিতে আইনের প্রয়োগ নয় বরং বুঝিয়ে সুজিয়ে কিভাবে মানুষকে ঘরে রাখা যায় সেই চেষ্টা আমরা করছি।

তারপরেও কেউ যদি কথা না শোনেন তাহলে মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। তিনি বলেন করোনা মোকাবেলায় এই মুহুর্তে দেশে ক্উে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেস্টা করলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে।

বৃহস্পতিবার বিকেলে রংপুরে অনলাইন প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন র‌্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন