সাভারে পৃথক স্থান থেকে নারী ও শিশুর লাশ উদ্ধার
সাভার পৌর এলাকার উত্তর জামসিংয়ের ১নং ওয়ার্ডের মরহুম রমজান মোল্লার জমির দেওয়ালের পাশ থেকে শনিবার অজ্ঞাত (২৯) এক নারীর হাত ও মুখ বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার সময় উত্তর জামসিংয়ের দেওয়ালের পাশে বস্তাবন্দি হাত ও মুখ বাঁধা এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
সাভার মডেল থানার (এসআই) আলমগীর হোসেন জানান, উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তিনি আরো জানান, লাশের আংশিক পঁচন ধরেছে।
এদিকে শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের মোল্লাপাড়া এলাকার জাহাঙ্গীর হাজীর পাঁচতলা বাড়ির পাশের একটি কক্ষ থেকে নিখোঁজের একদিন পর নাজুফা (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় শিশুটির হত্যাকারী সন্দেহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শিশুটি তার মা ফাতেলা বেগমের সাথে জাহাঙ্গীর হাজীর পাঁচতলা বাড়ির পাঁচতলায় একটি রুমে ভাড়া থাকতেন। শিশুটি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হলে তার মা থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ শুক্রবার রাতে ওই পাঁচতলা বাড়ি সংলগ্ন প্রতিবেশী মোকছেদুল ইসলামের রুমে তল্লাশী চালিয়ে খাটের নিচ থেকে বস্তাবন্দি হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ শিশুটির হত্যাকারী সন্দেহে সোনালী বেগম ও তার স্বামী মোকছেদুল ইসলামকে আটক করে। শিশুটি ওই এলাকার গোল্ডেন বাংলা স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান, শিশুটিকে কি কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত করে বের করে ব্যবস্থা নেয়া হবে।