সাতক্ষীরায় মাছের ঘের থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় মাছের ঘের থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ নগরঘাটার সমনডাঙ্গার একটি মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, নগরঘাটার সমনডাঙ্গা বিলে একটি মৎস্য ঘেরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। বয়স আনুমানিক ২২ বছর।
তিনি আরো জানান, কয়েক দিন আগের লাশ হবে। লাশটি পঁচে গেছে এবং লাশের অধিকাংশ জায়গা মাছে খেয়ে ফেলেছে। গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে তিনি জানান।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।