সাইফউদ্দিনের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডি হ্যাকড

October 25 2019, 15:32

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি হ্যাকড হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে তার ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্টে লেখা হয়েছে, মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি হ্যাকড! আইডি গুলো ফিরে পাওয়ার আগ পর্যন্ত অপ্রত্যাশিত মেসেজ আদান প্রদান এ সতর্ক থাকার অনুরোধ রইল।

এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না মোহাম্মদ সাইফউদ্দিনের। আসন্ন ভারত সফরের ১৫ সদস্যের স্কোয়াডে ছিলেন তিনি। কিন্তু ইনজুরির কারণে শেষ মুহূর্তে ছিটকে গেছেন দল থেকে। ইনজুরির কারণে তাকে অন্তত দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।