সহজ হল রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্ক!
দীর্ঘ দিন ধরেই আলাদা তাঁরা। দু’জনের সম্পর্ক নিয়ে কম ঘানাঘুষো হয়নি। এক সময় টলিউডে অন্যতম জুটি ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়ঙ্কা সরকার।
কিন্তু ছেলে সহজের জন্মের পর থেকেই সেই সম্পর্কের গতিপথ বদলায়। একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলেন প্রকাশ্যেই।
সেই নিয়ে কাদা ছোড়াছুড়ি কম হয়নি। তবে গত বছর থেকেই একটু একটু কমে সহজ হচ্ছিল তাঁদের সম্পর্ক। পুজো হোক কিংবা দোল, যে কোনও অনুষ্ঠানে সহজের বাবা-মা হয়ে প্রকাশ্যে এসেছেন এই জুটি। বছর শেষে প্রিয়াঙ্কার জন্মদিনে রাহুলেক দেখা গিয়েছিল প্রিয়ঙ্কার সঙ্গে রংমিলান্তি করে পোশাক পরেই। কানাঘুষো চলছিলই, বিচ্ছেদ ভুলে কাছাকাছি এসেছেন তাঁরা। এ বার তাতেই সিলমোহর দিলেন অভিনেতা। এমনকি, মামলাও প্রত্যাহার করে ফেলেছেন ইতিমধ্যেই।