সরকারের দেয়া বিনামূল্যের বই মিলছে না টাকা ছাড়া

January 03 2020, 07:08

বিনামূল্যের বই নিতেও গুনতে হচ্ছে টাকা। সেশন ফি’র অযুহাতে বই উৎসবের দিনেও নতুন বইয়ের ঘ্রান থেকে বঞ্চিত হয়েছে দোহারের মাধ্যমিক স্কুলগুলোর শিক্ষার্থীরা। টাকা দিতে না পারায় বই না নিয়েই খালি হাতে ফিরতে হয়েছে তাদের। এ নিয়ে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জয়পাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, বেগম আয়েশা বালিকা বিদ্যালয়, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়, ইকরাশী উচ্চ বিদ্যালয় ও লটাখোলা আজহার আলী উচ্চ বিদ্যালয়সহ প্রায় সব কটি বিদ্যালয়ে সেশন ফি ছাড়া মিলছে না নতুন বই। ওই টাকা জমা দিয়ে শ্রেণি শিক্ষকের কাছে স্লিপ জমা দেয়ার পর বই পাচ্ছে শিক্ষার্থীরা। যদিও বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।

কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন জানায়, শ্রেণি শিক্ষক আমাদের ১৬ শ’ টাকা সেশন ফি জমা দিয়ে বই নিয়ে যেতে বলেছেন।

মোক্তার হোসেন নামে বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, মেয়েকে নিয়ে বই নিতে বিদ্যালয়ে এসেছিলাম। কিন্তু টাকা ছাড়া বই দিবে না বলে জানায় শ্রেণি শিক্ষক। আমার মতো অনেক অভিভাবক বইয়ের জন্য অনেক অপেক্ষা করেও খালি হাতে ফিরে যেতে হয়েছে।

এছাড়াও একাধিক অভিভাবক অভিযোগ করেন, প্রতি বছর কোনো রকম খাত না দেখিয়ে সেশন ফি’র নামে শিক্ষার্থীদের কাছ থেকে ১৫’শ টাকা থেকে ২ হাজার টাকা আদায় করছে স্কুলগুলো। প্রধান শিক্ষকদের কাছে বার বার অনুরোধ করেও বই পাননি বলে অভিযোগ করেন।