সরকারি চাকরিতে শূন্যপদ তিন লাখ ৬৯ হাজার ৪৫১

November 19 2020, 17:10

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে তিন লাখ ৬৯ হাজার ৪৫১টি পদ শূন্য আছে। তবে আদালতে মামলা থাকায়, নিয়োগবিধি কার্যক্রম শেষ না হওয়ায় এবং পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যায় না।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।

সরকারি দলের সংসদ বেনজীর আহমেদের লিখিত প্রশ্নের উত্তরে ফরহাদ হোসেন জানান, বর্তমানে দেশের মন্ত্রণালয়, অধিদপ্তরসহ সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণিতে (৯ম গ্রেড ) শূন্য ৫৫ হাজার ৩৮৯টি, দ্বিতীয় শ্রেণিতে (১০ম গ্রেড) শূন্য ৪৯ হাজার ১৪২টি, তৃতীয় শ্রেণিতে (১১ থেকে ১৬ তম গ্রেড) শূন্য ১ লাখ ৭৭ হাজার ৭৭৯টি এবং চতুর্থ শ্রেণিতে (১৭ থেকে ২০তম গ্রেড) ৮৭ হাজার ১৪১টি পদ শূন্য রয়েছে।
একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি অফিসসমুহে শূন্যপদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। শূন্যপদ পূরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।