সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মামলায় র্যাবের চার্জশিট

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিপক্ষে অস্ত্র মামলায় চার্জশিট দিয়েছে র্যাব।
বুধবার র্যাব-১ এর উপ পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।
গত ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে র্যাব। পরে সম্রাটের কাকরাইল অফিস থেকে ক্যাঙ্গারুর চামড়া উদ্ধারের পর র্যাবের ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
পরবর্তীতে রাজধানীর রমনা থানায় সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের দুটি মামলা দায়ের করা হয়।
– ইউএনবি