সমাজের অসুস্থতা নিরাময় করতে হবে : প্রধানমন্ত্রী

December 02 2019, 05:39

জিয়া, এরশাদ ও খালেদার ২৯ বছরের অপশাসনের ফলে সৃষ্ট দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের মতো সামাজিক ব্যাধিগুলো দেশ থেকে দূর করতে সরকারের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমাদের অভিযান চলছে…সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।’

 রোববার মাদ্রিদে প্রধানমন্ত্রীর সম্মানে স্পেনিশ দূতাবাসের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান, এইচএম এরশাদ ও খালেদা জিয়ার ২৯ বছরের অপশাসন সমাজে নোংরা, আবর্জনা সৃষ্টি করেছে। ‘মানুষের মাঝে নৈতিক অবক্ষয় রয়েছে…সমাজের অসুস্থতা আমাদের নিরাময় করতে হবে।’

অসৎ ব্যক্তিরা ঘুষ, দুর্নীতি, লুণ্ঠন ও সন্ত্রাসের মতো অসাধু উপায়ে অর্থ উপার্জন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ইউএনবি।