সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন প্রায় ৩৫০ মার্কিন নাগরিক

March 30 2020, 08:25

যুক্তরাষ্ট্রের প্রায় সাড়ে তিন শতাধিক নাগরিক সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিজেদের দেশে ফিরে যাচ্ছেন।

বাংলাদেশ সিভিল এভিয়েশন সূত্র জানায়, ওই মার্কিন নাগরিকদের সন্ধ্যা ৬টায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে যাওয়ার কথা রয়েছে।

এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

এদিকে, গত দুদিনে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এপর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৪৮।

তবে, বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রে রোববার পর্যন্ত ১ লাখ ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দেশটিতে রোববার সন্ধ্যা পর্যন্ত ২ হাজার ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। ইউএনবি।