সনজিত-সাদ্দামকে গ্রেফতার না করলে আন্দোলন : রাশেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনকে গ্রেফতার না করলে আন্দোলনের হুমকি দিয়েছেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক রাশেদ খান।
বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন তিনি।
রাশেদ বলেছেন, ছাত্রলীগের সনজিত ও সাদ্দামের নেতৃত্বেই ডাকসুর ভিপি নুর ও তার সহযোদ্ধাদের ওপর হামলা হয়েছে। তাই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
রাশেদ আরও বলেন, ঢামেকে চিকিৎসাধীন জুয়েল, সোহেল, ফারাবীসহ অনেকেরই শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অথচ চিকিৎসক ও ঢাকা মেডিকেলের পরিচালক সবাই তাদের আশঙ্কামুক্ত বলে দাবি করছেন, যা দুঃখজনক।