সংসদ সদস্য রণজিত কুমার করোনায় আক্রান্ত

June 09 2020, 05:17

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিত কুমার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (৮ জুন) রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

সিভিল সার্জন জানান, রাত পৌনে ১২টার দিকে জিনোম সেন্টার থেকে তাকে জানানো হয়েছে, এমপি রণজিত কুমার কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। তাকে রাতেই যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

কয়েক দিন ধরে রণজিত কুমার জ্বরে ভুগছিলেন। সকালে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।