শ্রীমঙ্গলে ট্রেন লাইনচ্যুত: তেল সংগ্রহে মানুষের ভিড়

November 07 2020, 14:39

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁওয়ে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বিপুল পরিমাণ জ্বালানি তেল দুর্ঘটনাস্থলে ছড়িয়ে পড়েছে। তেল সংগ্রহে সেখানে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।

শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটে যাওয়ার পথে বগিগুলো লাইনচ‌্যুত হয়। দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

স্থানীয় বাসিন্দা গোলাম কিবরিয়া জানান, সাতগাঁওয়ে তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ার পর এলাকাবাসী তেল সংগ্রহ করতে ভিড় জামিয়েছেন। বালতি, বোতল, হাঁড়িতে করে তেল সংগ্রহ করছেন তারা।

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন জানান, লাইনচ‌্যুত হওয়া সাতটি বগিতে ১ লাখ ৬০ হাজার লিটার অকটেন, ডিজেল ও কেরোসিন ছিল।