শ্রীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

November 22 2020, 09:41

গাজীপুরে শ্রীপুরে অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গীলা বাজার এলাকার প্যারাডইজ কারখানার সংলগ্ন স্থান থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, রবিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (রঙ্গীলা বাজার এলাকার প্যারাডইজ কারখানার সংলগ্ন স্থান) গ্রামে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরের কোনো স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে নিহত ব্যাক্তির বাড়ী ময়মনসিংহের ভালুকা উপজেলা এলকায় বলে জানতে পেরেছি। সে অনুযায়ী নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এসে পরিচয় নিশ্চিত করার পর বিস্তারিত জানা যাবে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।