শ্রীনগর থেকে করোনা পরীক্ষার জন্য ২ ব্যক্তিকে ঢাকায় প্রেরণ

April 03 2020, 14:45

মুন্সীগঞ্জের শ্রীনগরে করোনাভাইস পরীক্ষার জন্য ২ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদেকে ঢাকায় পাঠানো হয়।

তারা হলেন শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব হাসাড়গাঁও গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মোকাজ্জল হোসেন (৪৫) ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কল্যানপুর গ্রামের সৃজন মিয়ার ছেলে শিমু (২৩)।  মোকাজ্জল কৃষি কাজ করেন এবং শিমু রাজমিস্ত্রীর কাজ করেন বলে জানা গেছে।

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা অফিসার সৈয়দ রেজাউল ইসলাম জানান, সকালে ওই দুই ব্যক্তি জ্বর, সর্দিকাশি ও গলাব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসলে তাদেরকে কোভিড-১৯ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।