শ্রীনগরে মারধর করে ইমামকে ফেলে দেয়া হলো পানিতে
মুন্সীগঞ্জ শ্রীনগরে মারধর করে পরে এক মসজিদ ইমাম কে মারধর করার পর পানিতে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ফজরের নামাজের পূর্বে উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানিয় এলাকাবাসিরা জানায়, দক্ষিন পাড়াগাঁও বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে তিনি মসজিদে ইমামতি করে আসছিলেন। ওই মসজিদে তাকে ইমাম হিসেবে রাখা ও না রাখার নিয়ে স্থানিয়দের মধ্যে দুটি পক্ষ সৃষ্টি হয়।
শনিবার ফজর নামাজের পূর্বে ফরহাদ হোসেন কুট্রির ছেলে স্বজল (২৬) মসজিদের ইমামকে মারধর করার জন্য আগে থেকে ওঁৎ পেতে থাকে। ইমাম ফজরের নামাজ পড়াতে মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। পথে মধ্যে ওঁৎ পেতে থাকা স্বজল ইমামকে মারধর করে আহত অবস্থায় কাঁঠের পুল থেকে পানিতে ফেলে দেয়। পরে ইমামের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় মসজিদের ইমাম শ্রীনগর থানায় একটি অভিযোগ করেছেন। এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।