শেষ পর্যন্ত দোকানে বিক্রি হচ্ছে গোবরের কেক!
বিচিত্র জগৎ ডেস্ক: শেষ পর্যন্ত দোকানে বিক্রি হচ্ছে গোবরের কেক! ভারতের সাংবাদিক সমর হলরংকর সোমবার এক টুইটার পোস্টে যুক্তরাষ্ট্রের একটি দোকানে গোবরের কেক বিক্রি হওয়ার কথা জানিয়েছেন। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।
তিনি এই পোস্টে দোকানটি থেকে তোলা এক প্যাকেট গোবরের কেকের ছবি সংযুক্ত করে লেখেন, আমার কাজিন এটি আমাকে দিয়েছে। নিউ জার্সির এডিসনের একটি মুদি দোকানে মাত্র ২.৯৯ ডলারে পাওয়া যাচ্ছে। আমার প্রশ্ন হলো এটি ভারতীয় গরু নাকি আমেরিকান গরুর গোবর থেকে তৈরি? সমরের এই পোস্টে সংযুক্ত করা ছবিটিতে গোবরের কেকের প্যাকেটে লেখা, এতে ১০টি কেক আছে। এটি শুধু ধর্মীয় উদ্দেশ্যে, খাওয়ার জন্য নয়।
প্যাকেটে বড় বড় করে লেখা রয়েছে হাতে তৈরি গোবরের কেক, এবং এটি একমাত্র ধর্মীয় কাজে ব্যবহার হবে। সঙ্গে এটাও লেখা হয়েছে এটি ভারত থেকে আসা একটি প্রোডাক্ট। আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা আবার বিদেশি গরুর চেয়ে দেশি গরুকেই বিশ্বাস করেন। তাই দেশ থেকে আসা গোবর কিনছেন দেদার। দেশের মানুষের খুব অল্প সংখ্যকই অনলাইনে বেশ কিছুদিন ধরে শুরু করে দিয়েছেন গোবর কেনা। গ্রামের মানুষের কেউ কেউ এখনও গোবর ব্যবহার করলেও শহরাঞ্চলে ব্যবহার কার্যত শেষ হয়ে গিয়েছে ফলে এখন পুজোর যাগয’জ্ঞের জন্যই এটির ব্যবহার টিকে রয়েছে।
তার পোস্ট প্রকাশের পর কয়েকজন এতে হা’স্যকর মন্তব্য করে। এক টুইটার ব্যবহারকারী লেখেন, গোবরের কেক তৈরি করে যুক্তরাষ্ট্রে ‘কাউ ডাং কুকি’ হিসেবে বাজারজাত করা ভালো।
আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, এসব কেক ভারতীয় গরুর গোবর থেকে তৈরি এমন কোনও নিশ্চয়তা নেই।
একজন টুইট করেন, ‘ভারতের পণ্য’। আরেকজন প্রশ্ন করেন, ‘এগুলো মহিষের গোবর থেকে তৈরি? মেটেরিয়াল ইনপুট/আউটপুট হাই!’
এক টুইটে বলা হয়, যদি কেউ এগুলো খেতে চায়, তবে তাকে খাওয়ার অনুমতি দেয়া উচিত। এক টুইটার ব্যবহারকারী মনে করিয়ে দেন, এগুলো পাঞ্জাবে রান্নার কাজে ব্যবহৃত হয়।