শেরপুরে দিনেদুপুরে ৩৫ লাখ টাকা ছিনতাই
শেরপুরে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেলের গতিরোধ করে ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের ব্যবসায়ী অংশীদার নূর হোসেনের (৫২) চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকা ছিনিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
রোববার (২১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে শহরের মধ্যশেরী এলাকায় এ ঘটনা ঘটে।
নূর হোসেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
জানা যায়, শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার ব্যবসায়ী নূর হোসেন তার ভাতিজা লিটনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ইজারার কিস্তির ৩৫ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশে ব্রহ্মপুত্র সেতুর টোল ঘর থেকে মোটরসাইকেলে করে শেরপুর শহরের ন্যাশনাল ব্যাংকে যাচ্ছিলেন। পথে শহরের মধ্যশেরী এলাকায় ৫ সদস্যের একটি ছিনতাইকারী দল তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ডিবি পুলিশের পরিচয় দেয়। এসময় ছিনতাইকারীরা মোটরসাইকেল চালক লিটনকে তার ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে হ্যান্ডকাপ পরিয়ে ফেলে। পরে ওই ছিনতাইকারীরা নূর হোসেনের চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকার ব্যাগটি ছিনতাই করে দু’টি মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি সাংবাদিকদের জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য মাঠে কাজ করছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।