শিয়ালের কামড়ে আহত ২৪
জামালপুরের সরিষাবাড়ীতে শিয়ালের কামড়ে শিশুসহ ২৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় ও সাইঞ্চার পাড় গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও আহতদের সুত্রে জানা যায়, শনিবার দুপুরে পুঠিয়ার পাড়া ও সাইঞ্চার পাড় গ্রামের লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলো । এ সময় একটি পাগল শিয়াল এসে একজনকে কামড় দিলে তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে শিয়ালটিকে ধাওয়া করলে দৌড়ানোর সময় সামনে যাকে পায় তাকেই কামড়াতে থাকে।
শিয়ালের কামড়ে আহতরা হলেন- আব্দুল কাইয়ূম (৬০), হোসনে আরা (৩৫), আলম (৪০), শিখা (৩০), জহুরা (৬০), জিতেন্দ্র (৩৮), পলাশ (১৩), সিয়াম (১৩), রাবেয়া (৬), আনোয়ারা (৫০), ছোবহান (৫৫), মোকাদ্দেস আলী (৩৮), সাবিনা (২৫), কনিকা (২৪), সাগর সাহা (৩৫) মনিরা (৫) সহ অন্তত ২৪জন আহত হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার লুৎফর রহমান আজাদ বলেন, শিয়ালের কামড়ে আহতদেরকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।