শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের দাবি

June 21 2020, 08:19

সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের টিউশন ফি মওকুফের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।

রোববার (২১ জুন) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান সংগঠনের নেতারা।

মানববন্ধনে তারা বলেন, ‘সারা দেশের ৪ কোটিরও অধিক ছাত্র-ছাত্রী করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে আছে। এমতাবস্থায় তাদের বাবা-মায়ের আয় অর্ধেকের নিচে নেমে এসেছে। বিশেষ করে বেসরকারি চাকরিরত অভিভাবক, ছোট ব্যবসায়ীদের আয় অনেক কমেছে গেছে। এ অবস্থায় আগামী আগস্ট মাসে শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে ছাত্র-ছাত্রীদের পক্ষে ৬ মাসের টিউশন ফি এককালীন পরিশোধ করা অসম্ভব। তাই ৬ মাস শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

সংগঠনের সমন্বয়কারী ডা. সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি (এম)’র সাধারণ সম্পাদক কমরেড ডা. এম. সামাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল হক সরকার, কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুমসহ আরও অনেকে।