শিক্ষার্থীদের জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না: শিক্ষামন্ত্রী

January 01 2020, 09:01

শিক্ষার্থী বা কাউকে জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না বলে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে, শিক্ষাজীবন বাধাগ্রস্ত করে কোনো প্রকার আন্দোলন কর্মসূচি সরকার মেনে নেবে না। বুধবার দুপুরে সাভার সরকারি অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পাঠ্যপুস্তক উৎসবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় শিক্ষার্থী বা কাউকে জিম্মি করে কোনো কর্মসূচি না দেয়ার জন্য সকল মহলের প্রতি আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, তদন্তের পরে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় সেটি খতিয়ে দেখা হবে বলে।

এসময় দীপু মনি বলেন, শেখ হাসিনা সরকারের সময় কোনো দাবি-দাওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই সব প্রয়োজন মিটিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়। শিক্ষা বিষয়ে বর্তমান সরকার সবসময় গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের কোনো দাবি-দাওয়া থাকলে সেটি সরকারকে জানাতে হবে। যদি যুক্তিসঙ্গত হয় তবে সেগুলো বিবেচনায় নিয়ে দেখা হবে।

শিক্ষক ও শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মানসম্পন্ন শিক্ষা বর্তমান সরকারের অঙ্গীকার। ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হবে এটাই আমাদের মূল লক্ষ্য। বিশ্ব তথ্য-প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে, তাই আমরাও এদিকে অধিকতর জোর দিচ্ছি।

জাতীয় পাঠ্যপুস্তক উৎসবে শিক্ষামন্ত্রী ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের বই তুলে দেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব মুন্সী সাহাবুদ্দীন আহম্মেদ। এছাড়াও ঢাকা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সাভার পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মন্ত্রণালয় ও বিভিন্ন বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি।