শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক ১

March 05 2020, 06:37

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাতে ২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণসহ শেখ সাদি নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সোলায়মান সাইফ জানান, রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আসা এমএইচ১৯৬ ফ্লাইটে করে আসেন ওই ব্যক্তি।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজ শেখ সাদি নামের ওই যাত্রীকে চ্যালেঞ্জ করলে তার শরীর তল্লাশি করে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

সূত্র: ইউএনবি