শরীয়তপুরে ৩৩৫ জন হোম কোয়ারেন্টাইনে

March 21 2020, 13:09

শরীয়তপুরে বিদেশ থেকে আসা ৩৩৫ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: আব্দুর রশিদ বলেন, জেলায় ইতালিসহ বিভিন্ন দেশ থেকে ফেরায় শনিবার বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলায় ৭১ নড়িয়ায় ১২৬ জন, জাজিরায় ৩২ জন, ভেদরগঞ্জে ৪৫ জন, ডামুড্যায় ৪০ জন ও গোসাইরহাটে ২১ জনসহ মোট ৩৩৫ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এদের প্রত্যেককেই জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গত ২৪ ঘন্টায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় সদর উপজেলায় ৬ জন, নড়িয়ায় ৬ জন, ভেদরগঞ্জে ৪ জন, জাজিরায় ৩ জন ও ডামুড্যায় ৪ জনসহ সর্বমোট ২৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

নতুন করে হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছন সদর উপজেলায় ১৬ জন, নড়িয়ায় ২৪ জন, জাজিরায় ৪ জন, ভেদরগঞ্জে ৪ জন, ডামুড্যায় ৮ জন ও গোসাইরহাটে ৫ জনসহ সর্বমোট ৬১ জন।

তিনি আরো জানান, জেলায় ৩০টি আইসোলেশন শয্যা ও ১০০টি কোয়ারেন্টাইন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জেলায় এখনো পর্যন্ত কোনো করোনাভাইরাস আক্রান্ত বা সন্দেহজনক কেউ শনাক্ত হয়নি।