শনিবার বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে ধর্ষণ, খুন, হত্যার প্রতিবাদে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
বৃহস্পতিবার রাজধানীর আরামবাগে গণফোরাম কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির জরুরী সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে বিকেল ৪ টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা এডভোকেট সুব্রত চৌধুরী,এডভোকেট জগলুল হায়দার চৌধুরী, গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার,গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফাক আহমেদ, নাগরিক ঐক্যের আতিকুর রহমান আতিক, মোবাক্কররুল ইসলাম নবাব, বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি নবী উল্লাহ নবী, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু , জেএসডির সাংগঠনিক সম্পাদক রাজ্জাক রাজা, গ্রীন পার্টির সভাপতি রাজু আহমেদ খান প্রমুখ।
শনিবারের বিক্ষোভ সমাবেশে ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।